সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় চুক্তি থেকে তামিম বাদ, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত হয়েছেন সর্বমোট ২১ জন ক্রিকেটার।

আজ বিসিবির বোর্ড সভা শেষে বিসিবি জানায়, বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও ৩ ফরম্যাটের চুক্তিতে আছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডের চুক্তিতে আছেন কেবল মুশফিকুর রহিম। মোস্তাফিজুর রহমান আছেন কেবল সাদা বলের চুক্তিতে। তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন কেবল ওয়ানডের চুক্তিতে।

গতবছরের চুক্তির তালিকা থেকে তামিম ইকবাল, এবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতকে বাদ দেয়া হয়েছে।  চুক্তিতে প্রথমবার সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব।

এই চুক্তি জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

কেন্দ্রীয় চুক্তির তালিকা

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি: লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম
টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম
শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, নাইম হাসান
শুধু ওয়ানডে:  মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব
ওয়ানডে ও টি-টোয়েন্টি:  তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ
শুধু টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও  নুরুল হাসান সোহান

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024