বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কোনো ম্যাচ না খেলেই ফেরত আসছে বাংলাদেশ দল

আজ সোমবার (১০ মার্চ) থেকে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে বাংলাদেশ টাইগার্স নামে একটি দলের অংশ গ্রহণের কথা ছিল। সেই দলের হয়ে খেলতে গতকাল ভারত গিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত এই আসরে খেলা হচ্ছে না বাংলাদেশ টাইগার্সের।এই আসরকে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমতি না দেওয়ায় খেলবে না বাংলাদেশ টাইগার্স। তাই দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

আগামীকাল বুধবার দেশে ফিরে আসবেন ক্রিকেটাররা। ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ১১ মার্চ আফগানিস্তান পাঠানসের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ টাইগার্সের। ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড :

মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১