
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল সকালে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ফাইনালে লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতিপক্ষ কলম্বিয়া। শিরোপা জয়ের এই ম্যাচ দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন আনহেল ডি মারিয়া। কিংবদন্তি এই ফুটবলারের জন্যই এবার ট্রফি জিততে চায় আর্জেন্টাইনরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন লিওনেল মেসি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোপার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়াইয়ে নামার আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি। দলের সবাইকে তিনি দিয়েছেন আকাশী-সাদা রঙের হেডফোন। আর্জেন্টিনার জাতীয় পতাকার সঙ্গে মিল রেখেই এমন উপহার দেয়া হয়েছে। সতীর্থদের উপহার হিসেবে মেসির দেয়া এই হেডফোনে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগোও অঙ্কিত আছে। এছাড়া প্রত্যেকের হেডফোনেই তাদের জার্সি নম্বর উল্লেখ করা আছে বলেও জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। অবশ্য সতীর্থদের উপহার দেয়ার এমন ঘটনা মেসির জন্য এবারই প্রথম নয়। এর আগে ইন্টার মিয়ামির সতীর্থদেরও উপহার দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের পর মিয়ামির ফুটবলারদের এমন উপহার দিয়েছিলেন তিনি।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে দলের সবাইকে এক হতেই যেন এমন উপহার দিয়েছেন মেসি। এদিকে ফাইনালে মাঠে নামার আগে নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন মেসি। তিনি পুরোপুরি ফিট আছেন জানিয়ে বলেন, ‘কানাডার বিপক্ষে আমি শারীরিকভাবে খুবই ভালো অনুভব করেছি। এর আগে চিলির বিপক্ষে কিছুটা অস্বস্তি ছিল এবং সে কারণে ঠিকভাবে খেলতে পারিনি। আমার গতি কমে গিয়েছিল, যা আমাকে সামনে এগোনোর ক্ষেত্রে বিরক্ত করেছে। ইনজুরি কাটিয়ে উঠলেও, আমার সবকিছু যে ঠিকঠাক হয়নি সেটাই মাথায় গেঁথে আছে। শেষ ম্যাচে আমি ভয়হীন খেলেছি, আমি ভালো বোধ করছি এবং আশা করি ফাইনালেও এমনই থাকবে।’