বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্রিকেটারদের ফিটনেস টেস্ট আজ

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখ বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। তবে দল ঘোষণার আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। আজ শনিবার (২০ এপ্রিল) সকালে ফিটনেস টেস্টে অংশ নেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দলে থাকা ক্রিকেটারসহ ওয়ানডে এবং টেস্ট দলের মোট ৩৯ ক্রিকেটার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্রাকে ১৬০০ মিটার দৌঁড়াবেন ক্রিকেটাররা। এরপর শেরেবাংলার ইনডোরে বাকি পরীক্ষা দেবেন খেলোয়াড়রা।

তবে ফিটনেস টেস্টে থাকছেন না টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে ছাড়াই বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে সকাল ৬ টায় ১৬০০ মিটারের রানিং টেস্ট দিতে যাচ্ছেন ক্রিকেটাররা। দ্বিতীয় ধাপে মিরপুরে বাংলাদেশ দলের খেলোয়াড়রা দেবেন ফিটনেস টেস্ট। বিসিবির বিশেষ এই ফিটনেস টেস্টে যদি কেউ নির্দিষ্ট সময়ে থাকতে না পারে, তবে তাদের পরে দিতে হতে পারে। এদিকে ফিটনেস পরীক্ষায় কিছুটা শিথিলতা থাকছে তাইজুল ইসলাম, সৌম্য সরকার, মুশফিক হাসানদের মতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা খেলোয়াড়দের। জিমে দ্বিতীয় ধাপের অন্যান্য শারীরিক পরীক্ষা দেবেন তারা।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০