সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর পালিয়ে যাবার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের গ্র্যান্ড র্যাপিডস হাইওয়ের মাঝখানে।
এক ব্যক্তি পশু পরিবহনের গাড়ী দিয়ে ছয়টি গরু নিয়ে যাচ্ছেন। হঠাৎ চলন্ত গাড়ী থেকে আচমকা ঝাঁপ দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে একটি গরু।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, হাইওয়ের মধ্যে দৌঁড়াচ্ছে কালো রঙের একটি গরু। একদিকে গরু, অন্যদিকে গরুর পেছনে পেছনে ছুটছেন দুজন ব্যক্তি। অনেকক্ষণ চেষ্টার পর গরুটিকে ধরতে সক্ষম হয়েছেন তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে যে, কেন্ট কাউন্টি রোড কমিশন এবং মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এই গরুটিকে আটক করতে সহায়তা করেছেন।
এদিকে গরুটির পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে অবাক হয়ে যান ট্রাফিক জামে থাকা গাড়ী চালকরা। কারণ তাদের মধ্যে অনেকের হয়তো এরকম সরাসরি গরু দেখার সৌভাগ্য হয়নি।
কোনো ট্রাফিক দুর্ঘটনা বা আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। গাড়ি চালানোর সময় পশুপাখির মধ্যে এরকম ঘটনা ঘটলে চালকদের সাথে সাথে গাড়ীর গতি কমাতে পরামর্শ দিয়েছেন তারা।