
গাজায় ইসরায়েলের বিজয়ের অর্থ বাসিন্দারা অন্যান্য দেশের উদ্দেশ্যে চলে যাওয়ার আগে ফিলিস্তিনি এই ভূখণ্ড পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। মঙ্গলবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই মন্তব্য করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।ইসরায়েলি এই মন্ত্রী বলেছেন, ‘‘গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, বেসামরিক নাগরিকদের গাজার দক্ষিণে হামাস অথবা সন্ত্রাসবাদমুক্ত একটি মানবিক অঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে তারা তৃতীয় দেশে ব্যাপক সংখ্যায় চলে যেতে শুরু করবেন।’’
অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল। পশ্চিম তীরের একটি বসতিতে বসবাসকারী স্মোট্রিচ ইসরায়েলের বর্তমান সরকারের মেয়াদকালে গাজাকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা হবে বলেও আশা প্রকাশ করেন।তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে গাজাকে সংযুক্ত করার কাজ আগামী বছরের শেষের দিকে সম্পন্ন হতে পারে। তিনি ১৯৬৭ সালে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের সংযুক্তিকে ইসরায়েলি নেতাদের জন্য ‘‘অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ’’ বলেও মন্তব্য করেন।
ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকা সত্ত্বেও সম্প্রতি ইসরায়েলি সরকারের প্রভাবশালী কর্মকর্তারা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্তকরণে জোরাল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।ইসরায়েল-অধিকৃত পূর্ব জেরুজালেম ছাড়াও পশ্চিম তীরে ৩০ লাখ ফিলিস্তিনির বসবাস রয়েছে। এছাড়া ইসরায়েলের অবৈধভাবে গড়ে তোলা বসতিতে প্রায় ৪ লাখ ৯০ হাজার ইসরায়েলি বসবাস করছেন; যা আন্তর্জাতিক আইনে বৈধ নয়।