মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে ভয়াবহ আগুনঃ কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট

গাজীপুরের পূবাইল মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামের সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছে, এখানে প্রায় ৭০ টি গুদাম রয়েছে। এই গুদামগুলোর মালিক ৮ জন। প্রতিটি গুদামে আগুন লেগে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসেছি। টঙ্গী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

শেয়ার করুনঃ