ইংল্যান্ডের কোচের পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন গ্যারেথ সাউথগেট। আট বছর ইংলিশদের দায়িত্বে ছিলেন তিনি, তবে দলকে বড় শিরোপা জেতাতে ব্যর্থ হয়েছেন। কাতার বিশ্বকাপেও তাঁর অধীনে সফলতা আসেনি, পরপর দুইবার ইউরোর ফাইনালে ওঠলেও শিরোপা জিততে পারেননি হ্যারি কেইনরা। গত মাসে ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হওয়ার পর তাই দায়িত্ব ছাড়েন তিনি।
এদিকে সাউথগেট সরে দাঁড়ানোর পর এখন হ্যারি কেইনদের দায়িত্ব কে নিবেন তাই নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বেশ কয়েকজন হাই-প্রোফাইল কোচের নাম শোনা গেলেও এখনো নিশ্চিত নয় কিছুই। লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ এখন কোনো দলের দায়িত্ব নেই। তিনি যেহেতু দীর্ঘ সময় ইংলিশ প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছেন তাই তাকেও জুড বেলিংহামদের কোচ হিসেবে দেখছেন অনেকেই। তবে ইংল্যান্ডের কোচ হওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন ক্লপ নিজেই। এদিকে প্রিমিয়ার লিগের আরেক দল ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে ইংলিশদের কোচ হিসেবে দেখা যেতে পারে এমন গুঞ্জণও আছে। আগামী বছরই সিটির সঙ্গে চুক্তি শেষ হবে তাঁর। তাঁর অধীনে সিটিজেনরা পেয়েছে অভাবনীয় সাফল্য। তাই তাকেও ইংল্যান্ডের সম্ভাব্য কোচ হিসেবে দেখছেন অনেকেই।
তবে ইংল্যান্ডের কোচ হওয়ার বিষয়টি একপ্রকার উড়িয়েই দিয়েছেন গার্দিওলা। তিনি বলেন, ‘এখানে (ম্যানচেস্টার সিটি) আমি ভালোই আছি। (এ মুহূর্তে) আমি কিছু বলতে পারছি না। আমি জানি না এটা (গুঞ্জন) কোথা থেকে এসেছে। তবে আমি এখানে সুখে আছি।’
তিনি ম্যানসিটির দায়িত্ব নিয়ে ভাবছেন জানিয়ে গার্দিওলা আরও বলেন, ‘খেলোয়াড়েরা খেলতে নামার প্রস্তুতি নিচ্ছে, সামনে যা করতে হবে, তা নিয়ে প্রাণবন্ত হয়ে উঠছে—আমি এসব নিয়ে আছি।’