শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’র বিজয় দিবস উদযাপন

নিজস্ব ডেস্কঃ গত রবিবার গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’র উদ্যোগে উদযাপন করা হয় বাংলাদেশের মহান বিজয় দিবস।

এ উপলক্ষে ওয়ারেন সিটির দেশী হলটি দেশের পতাকা সংবলিত বিভিন্ন ফেস্টুন দিয়ে সাজানো হয়।

সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন নারী-পুরুষসহ এদেশে বেড়ে ওঠা শিশু-কিশোররা।

প্রথমেই বাংলাদেশ-আমেরিকার জাতীয় পতাকার প্রতি সম্মান জানানোর পর কানন বড়ুয়ার পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য শুরু হয় বিজয়ের অনুষ্ঠান।

এতে লাল সবুজের বাহারি সাজে এসোসিয়েশন এর শিল্পীরা পরিবেশনায় অংশ নেন। এমনকি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার সময় এদেশে বেড়ে ওঠা শিশু-কিশোরদের সমস্বরে গাওয়া ও তাদের পদচারণায় বিজয়ের অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

মোহাম্মদ ফিরোজের সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইউসুফ সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজী সিরাজুল ইসলাম, সাইফুউদ্দিন কাতেবী, প্রজিত বডুয়া, ও রনজয় বড়ুয়া।

আলোচনায় আরো অংশ নেন মোহাম্মদ হাসান মুরাদ চৌধুরী এবং পুর্ণা বড়ুয়া।

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান , ইনক ’র সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।

গিয়াস উদ্দিন তালুকদার বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি, বাঙালি জাতির বীরত্বগাঁথা ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্যই এই আয়োজন করা হয়েছে।

সাধারন সম্পাদক মোহাম্মদ ফিরোজ বলেন, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’র সকল সদস্য ও তাদের পরিবারদের উপস্থিতিতে আমরা আমাদের মহান বিজয় দিবস উদযাপন করেছি।

আমরা মহান মুক্তিযুদ্ধের পটভুমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রবাসে নিজ দেশকে উন্মোচন করতে পারছি, এটাই বড় আনন্দের।

বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় মিল্টন বড়ুয়া এবং মাশাহিদ হাসান চৌধুরীর সঞ্চালনায়।

মুক্তিযুদ্ধভিত্তিক নাচ ,গান এবং শ্রুতি নাটকে অংশ নেন মিল্টন ও সংগীতা বড়ুয়া। নৃত্য পরিবেশন করেন নিবেদিতা বড়ুয়া সিমি এবং মহুয়া দাশ মিষ্টি।

কোরাস এবং সলো গানে অংশগ্রহনকারী শিল্পীরা হচ্ছেন ইমন বড়ুয়া, দোলা বড়ুয়া,

নিশান বড়ুয়া,বৃষ্টি চৌধুরী,রোমা বড়ুয়া, হোসেইন চৌধুরী, বন্ধন বড়ুয়া, শিউলী বড়ুয়া, মো আমজাদ,

রনজয় বড়ুয়া, সোমা বড়ুয়া, নুপুর বড়ুয়া, প্রমি বড়ুয়া, সুমি বড়ুয়া, রীতা বড়ুয়া,সংগীতা বড়ুয়া,

গিয়াস তালুকদার, মো ফিরোজ , মানিক বড়ুয়া।তাছাড়া অতিথি শিল্পী শাহানাজ নদী ও গান পরিবেশন করেন।সাংস্কৃতিক অনুস্ঠাটি পরিচালনায় ছিলেন কানন বড়ুয়া।

সম্পুর্ণ অনুস্ঠানে তবলায় ছিলেন উত্তম বড়ুয়া , পারকিয়েশনে ছিলেন নিখিল বড়ুয়া এবং জিপসিতে অপু বড়ুয়া ।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024