শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চবি এলামনাই এসোসিয়েশন অব মিশিগান’র একুশে পালন

মিশিগান প্রতিদিন ডেস্কঃ মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার জন্যে বায়ান্নের সেই রক্ত ঝরা দিনে বুকের তাজা রক্তে যারা রাজপথ রাঙিয়েছেন সেই সব বীর শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগান এক সুশৃঙ্খল অনুষ্ঠানের আয়োজন করে।

অমর একুশের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে একুশের প্রথম প্রহরে তাদের নিজস্ব কার্যালয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন।

এছাড়াও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম ), বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান , হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস মিশিগান।

সংগঠনের যুগ্ম সম্পাদক ইব্রাহীম জাবেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান, সভাপতি সৈয়দ মঈন দীপু, অনুষ্টানের আহ্বায়ক আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান।

ভাষা আন্দোলনের মহান শহীদ রফিক উদ্দিন আহমদ, আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, শফিউর রহমান, আব্দুল আউয়াল ও অহিউল্লাহের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি কাজী এবাদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024