
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাকির এহমদ শাহিন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।তিনি গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বুধবার সন্ধ্যার পর থেকে শারিরীক অবস্থার অবনতি হলে ওই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিকে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেটের আওয়ামী অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।দলীয় সূত্র জানায়, আগামীকাল শুক্রবার দুপুর আড়াইটায় সিলেট নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শিব্বীর আহমদ