রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চিরদিন বাঁচতে চাই

কবিঃ শাহী সবুর

এসেছিলাম পৃথিবীতে ক্ষণকালের তরে,
সময় হলে চলে যাবো কঠিন মাটির ঘরে।
আমার আগে পৃথিবীতে এসেছিলেন যারা,
কেউ জানে না কোথায় এখন লুকায়
আছে তারা?
আমার পরে অনেক গুণী আসবে ভবের মাঝে,
স্মরণীয় হয়ে তারা থাকবে তাদের কাজে।
এক জীবনের অর্থ সম্পদ যতই রাখো গড়ে,
মরে গেলে সেটা তোমার থাকবে নিছক পড়ে।
ভবের কামাই সঙ্গে করে কে নিয়েছে কবে?
পরো হিতে করলে কিছু সেটাই তোমার রবে।
পৃথিবীর এই রঙ্গমঞ্চে জীবন মৃত্যুর খেলা,
সকল ফেলে যাবে চলে ডুবলে জীবন বেলা।
জীবন প্রদীপ শিশির সম যায় কি ধরে রাখা?
ইচ্ছে করলে সারাজীবন যায় না বেঁচে থাকা।
আসবে মানুষ যাবে মানুষ বিধির বিধান আছে,
কর্মের মাঝে কিছু মানুষ অনন্তকাল বাঁচে।
আমি মানুষ মরে যাবো সন্দেহ নেই তাতে,
এমন কিছু করবো মানুষ মনে রাখে যাতে।
ভোগের মাঝে তৃপ্তি নেই আমি গেলাম বুঝে,
তৃপ্তি আমার আত্ম ত্যাগে পেয়েছি তা খুঁজে।
অবিনশ্বর ধরাধামে আসবো না আর ফিরে,
তবু আমি বেঁচে রবো মানব সমাজ ঘিরে।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024