বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চোখের ভেতর টিউমার হয়েছে তাসরিফ খানের

শুধু কণ্ঠ দিয়েই মানুষের মন জয় করেননি সংগীতশিল্পী তাসরিফ খান। একটি মানবিক হৃদয় রয়েছে তার। ফলস্বরূপ মানবতা দিয়েও মন জয় করে নিয়েছেন অনুরাগীদের। এবার তাদের জন্য মন খারাপ করেয়া খবর। চোখের অসুখে ভুগছেন তাসরিফ।

 

সামাজিক মাধ্যমে তাসরিফ নিজেই খবরটি দিয়েছেন। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’ প্রিয় তারকার অসুখের কথা শুনে নড়েচড়ে উঠেছেন অনুরাগীরা। তবে তারা শঙ্কা প্রকাশগ করলে তাদের স্বান্তনা দিয়েছেন তাসরিফ। মন্তব্যের ঘরে লিখেছেন, ‘একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে করো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ।’

 

এদিকে চোখের অসুস্থতায়ও বসে নেই তাসরিফ। মানবতামূলক কর্মকাণ্ড চাকিয়ে যাচ্ছেন। সেসব তুলে ধরছেন নিজের ফেসবুকে। তার সবশেষ করা লাইভে দেখা গেছে এক অসুস্থ এক শিশুর জন্য সাহায্য চাইছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০