
কবিঃ শাহী সবুর
আসল ক্ষেপে ধরলো চেপে
মালিকজনে,
এবার মরো কামতো করো
সংগোপনে?
জীবন বাঁচা বুঝবে বাছা
রাখলে জেলে,
বুঝবে মজা হবে সোজা
জেলে গেলে।
আত্ম ভোলা জুয়ান পুলা
কাজ না করে,
এমন তরো চুরি করো
কদিন ধরে?
আমি কাবু ছাড়ুন বাবু
ভুল হয়েছে,
অনাহারে আমার ঘরে
বউ রয়েছে।
অনেক চেয়ে কাজ না পেয়ে
করছি চুরি,
আমরা যারা সর্বহারা
বেড়াই ঘুরি।
মহাজনার চিন্তা কি আর
খাবার আছে,
ক্ষুধায় জ্বলে যাও না চলে
পরের কাছে।
আমরা হন্যে ক্ষুধার জন্যে
পাইনা খেতে,
তাই সারাক্ষণ কান্দে এ মন
খাবার পেতে।
তোমরা যারা ধনিক তারা
জানো কি আর?
অনাহারীর আহাজারীর
কি ব্যথাভার?
বেশ তো আছ মজায় বাঁচ
সুখের ঘরে,
খোঁজ রাখনি দীন দুঃখীনী
ক্ষুধায় মরে।
সাহেব যারা করছে তারা
পুকুর চুরি,
তাদের ধরে হাজত ঘরে
দাওনা পুরি?
কি বলি আর এ কি বিচার
মাওলা গণি?
কেমন করে গরিব ধরে
মারছে ধনি?
গায়ের জোরে জগৎ পরে
তোমরা রাজা,
তোমরা ধরে চোরকে মেরে
দিলে সাজা।