বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছদ্মবেশ

কবিঃ রাসেল আহমেদ সাগর

আসল রূপ লুকিয়ে রেখে
ধরেছো সাধুর বেশ ,
জানলে লোকে থুথু দিবে
ভন্ডামি সব শেষ।

বড় গলায় দিচ্ছো বাণী
করছো মহত কাজ,
আসল খবর জানলে পরে
কুকুর পাবে লাজ।

চেহারাটা মাশাআল্লাহ
ভাবটা আল্লাহর অলির,
আখেরাতের করছো কামাই
সাঁজছো মহা বীর।

ছদ্মবেশের নাটক দেখে
শয়তান মহা খুশি,
আমার কাজ করছে মানব
নয়তো আমি দোষী।

ইবলিশ বলে ধন্য আমি
তুইতো আমার সন্তান,
সাধু সেজে ছদ্মবেশে
রাখছিস আমার মান।

ওয়াজ নছিহত, ফতোয়া বাজি
অন্তরেতে শয়তানি,
সামনে সবাই ভালো বলে
পিছে কানাকানি,

সময় থাকতে হওনা ভালো
ছদ্মবেশটা ছাড়ো,
নয় ছয় বাদ দিয়ে
মানুষের মন কারো ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024