শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রকে করোনার টিকা দিয়ে গ্রেফতার শিক্ষিকা

নিজস্ব ডেস্কঃ নেই চিকিৎসা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক শিক্ষা। এরপরও ১৭ বছর বয়সী ছাত্রকে করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। এমনকি তিনি নাকি ওই ছাত্রের বাবা-মায়ের কাছ থেকে অনুমতিও নেননি। এ ঘটনার জেরে ওই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অভিযুক্ত ওই নারীর নাম লরা রুসো (৫৪)। নতুন বছর শুরুর আগমুহূর্তে টিকা দেওয়ার ঘটনাটি ঘটিয়েছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে লরার চার বছরের জেল হতে পারে। ২১ জানুয়ারি মামলার শুনানি হওয়ার কথা।

খবর মিলেছে, ওই ছাত্র নাকি টিকা নিতে চেয়েছিল। তবে ভুলভাবে টিকা দেওয়ার ফল ভয়াবহ হতে পারে। টিকা দেওয়ার আগে সেটি নকল কিংবা মেয়াদোত্তীর্ণ কি না, তা যাচাই করে নেন চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা। এ ছাড়া অপ্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার আগে বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নিতে হয়। খোঁজ নেওয়া হয় তাদের শারীরিক অবস্থা সম্পর্কে। পাশাপাশি টিকা দেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়াও নজরদারি করা হয়।

এদিকে ছাত্রকে টিকা দেওয়ার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে ওই শিক্ষিকাকে ছাত্রের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আশা করি তুমি সুস্থ হয়ে যাবে। এই যে বাড়িতে টিকা দেওয়া হচ্ছে।’

বায়োলজির শিক্ষিকা লরা রুসো কীভাবে টিকা হাতে পেলেন, আর সেটি কোন কোম্পানির তা পরিষ্কার না বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সীদের জন্য শুধু ফাইজারের করোনা টিকার অনুমোদন রয়েছে। এ বিষয়ে নিউইয়র্কের নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানান, লরা কীভাবে টিকা পেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024