রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছেলে-মেয়েসহ ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি

নিজস্ব ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল সোমবার ( ৩ জানুয়ারি) এ সমন জারি করেন। তাঁর ছেলে ট্রাম্প জুনিয়র এবং ইভাংকা ট্রাম্পকেও তদন্তের অধীনে আনার জন্য সমন পাঠানো হয়েছে। ট্রাম্পের আইনজীবীরা এ সমন রদ করার ব্যাপারে চেষ্টা করছেন।

অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের অফিস জানিয়েছে, ট্রাম্প ও তার সন্তানদের মালিকানাধীন কোম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণ সম্পর্কিত তদন্তের জন্য জবানবন্দি নিতে এবং সংশ্লিষ্ট দলিলপত্র খতিয়ে দেখতে এ সমন জারি করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ও তার কোম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণে ইচ্ছাকৃতভাবে কম অথবা বেশি দেখানো হয়েছে এ সন্দেহে ফৌজদারি তদন্ত চলছে।

দুই বছর ধরে অ্যাটর্নি জেনারেল জেমস এ তদন্ত চালিয়ে আসছেন। সম্পত্তির দাম বেশি দেখিয়ে ঋণ সুবিধা নেওয়া এবং কম দেখিয়ে আয়কর কম দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে।সূত্র : ডয়চে ভেলে

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024