প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২২, ৩:৫৫ পূর্বাহ্ণ
জন্মভূমি তুমি মোর হৃদয়
কবিঃ দেবাশীষ দেব
হে ভারতবর্ষ তুমি খুলে দিলে দ্বার,
তোমার ধূলায় আমি হয়েছি আমার।
শ্রেষ্ঠ তোমার প্রতীক,
হিন্দু মুসলিম শিখ,
সুগন্ধি যে তোমাতেই সব সমাহার।।
বিশ্বের আসনে শ্রেষ্ঠ হে ভারতবর্ষ।
অনুপ্রেরণা জাগায় তোমার ঐ স্পর্শ।
শত পুষ্পে সুসজ্জিত
সহস্রে.... অতিবাহিত,
মহিমান্বিত গগনে তুমি অলঙ্কার।।
চেতনা তোমার গায় বীরত্বের গাঁথা।
তোমার মাঝে সজ্জিত সেই মাধুর্যতা।
অটুট থাকুক তাহা,
সু-সম্পন্ন রবে যাহা,
দূরে করে বাধা বিঘ্ন, হবে তরী পার।
তুমি সৃষ্টি তুমি স্রষ্টা, তুমি যে আমার।।
Copyright © 2025 Michigan Pratidin. All rights reserved. | Developed by UNIK BD