শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জানুয়ারি থেকে মিনিমাম বেতন ঘন্টায় ১৬ ডলার

নিউইয়র্ক সিটিতে যারা ঘন্টা হিসাবে কাজ করে বেতন পান, তাদের জন্য সুখবর দিয়েছেন গভর্নর ক্যাথি হকুল। জানুয়ারির ১ তারিখ থেকে তাদের ঘন্টা প্রতি বেতন হবে ১৬ ডলার। অর্থাৎ বাড়বে ১ ডলার। এছাড়াও ১ ডলার বাড়বে লং আইল্যান্ডে এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতে। এর বাইরে স্টেটের সর্বত্র ন্যূনতম বেতন হবে ঘন্টায় ১৫ ডলার।

উল্লেখ্য, গভর্নর ক্যাথি হকুল ২০২৪ অর্থবছরের বাজেটে এই ঘন্টাপ্রতি ন্যূনতম বেতন বৃদ্ধি সংযুক্ত করেছেন। মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতির কারণে গভর্নর এই বেতন বা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেন। এই মজুরি বৃদ্ধি ২০২৫ ও ২০২৬ সালেও কার্যকর থাকবে। ২০২৬ সালের সিদ্ধান্ত অনুযায়ী নতুন মজুরি বৃদ্ধি হবে। তবে মূল্যস্ফীতি পর্যবেক্ষণ করে বিভিন্ন কাউন্টির জীবনযাত্রার মান অনুযায়ী প্রতিবছর ৫০ সেন্ট বৃদ্ধি করা হবে। গভর্নর পূর্বাভাস দিয়েছেন ২০২৬ সালে ন্যূনতম মজুরী হবে ১৭ ডলার।

উল্লেখ্য বর্তমানে নিউইয়র্ক সিটিতে ঘন্টায় ন্যূনতম মজুরী ১৫ ডলার।

গভর্নর জানিয়েছেন, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান যেন এই মিনিমাম ওয়েজ ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে কার্যকর করেন সে ব্যাপারে কর্মচারীদেরও সচেতন হতে হবে। কারণ এটা আইনগতভাবে তাদের প্রাপ্য। যদি কোনো ব্যবসার মালিক কর্মচারীদের উক্ত মিনিমাম ওয়েজ দিতে রাজী না হন, তাহলে কর্মচারীরা ফোন করতে পারেন গভর্নরের অফিসে ৮৩৩-৯১০-৪৩৭৮ নম্বরে।

নিউইয়র্ক স্টেটের ২২৯ বিলিয়ন ডলারের বাজেটে যখন এই মিনিমাম ওয়েজ বৃদ্ধির প্রস্তাব ওঠে প্রগ্রেসিভ ডেমোক্রেট সদস্যদের পক্ষ থেকে, তখন রিপাবলিকানরা তাতে ভোট দেয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024