ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক।বৈঠকে আগামী নির্বাচনী সফরসূচি চূড়ান্ত করার পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ টি এম মা’ছুম। বৈঠকটি সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সভায় কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া নির্বাচনের প্রস্তুতি হিসেবে গঠিত বিভিন্ন কমিটি ও উপকমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষ করে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী সফরসূচি নিয়ে দীর্ঘ আলোচনার পর তা চূড়ান্ত করা হয়েছে।বৈঠকে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে ৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন– সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, মিসেস নুরুন্নিসা সিদ্দিকা, মিসেস সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট ও আয়েশা সিদ্দিকা পারভীন।