বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জীবনের নিষ্ফল

কবিঃ এস এম শহীদুল্লাহ

সমরে আমি হতাশায় আজ তিক্ত,
তবুও দাড়িয়ে আছি দীপ্ত,
জীবনের আশাগুলো আজ সেই,
সব রয়ে গেলো অসমাপ্ত।

ছাড়িনি আমি তব আজও হাল,
ধরেছি জীবনের যেই পাল,
মরিলেও মরিবো তব যায় প্রাণ,
ছাড়িবনা কভু এ হাল।

আশার ভেলায় আমি অসীম,
জীবনের জয় হবেনা সসীম,
ভাগ্য বিধাতা তিনি হয়েছে বিমুখ,
আজও হলোনা জীবনের সুখ।

সুখের প্রহসনে আজও পথ চলা,
ভাসিয়েছি দরিয়ায় ভেলা,
এ কিনার জমায়ে পাড়ি,
ওপারের হবো চির কান্ডারী।

সংসার পরিবার সব পরিজন,
সুখের খোঁজ করি ধরায় সারাক্ষণ,
তবুও এই সুখ দেয়না কভু ধরা,
জীবনের আশা শুধু নিষ্ফল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০