শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবনের সংজ্ঞা

কবিঃ আফিয়া বেগম শিরি

চাওয়া থেকে পাওয়া বেশী
হয়ে গেছে জীবনে 
শুকরিয়া জানাই প্রভু
তোমায় কায়মনে।

শিশুকাল ছিলো বড়
আনন্দে ভরা দিন
মা বাবার আদরের
সবার কাছে রঙিন।

যখন একটু বয়স হলো
শুরু স্কুল জীবন
এর চেয়ে ভালো সময়
আসেনি কখন।

স্কুলের গন্ডি পার না হতেই
পরবাসে দিলাম পাড়ি
পিছনে ফেলে আসি
জন্ম মাটি বাড়ি।

স্বপ্নে বিভোর টাকার খনি
ইংল্যান্ড নামের দেশে
গাছে গাছে পাউন্ড ডলার
ঝুলে অনায়াসে।

বিলেতের প্রাচুর্যের জীবন
বাবার হোটেলে ভাত
চিন্তা টেনশন ছিলো না
সকাল সন্ধ্যা রাত।

বাস্তবতা যখন বুঝলাম
নিজ দায়িত্ব কাঁধে
সুখই জীবনের মৌলিক নয়
মর্মে মর্মে বিধে।

দুঃখ সুখের সংমিশ্রণে
জীবনের মুল্যবোধ
ভাগ্যে যা আছে লিখা
হয় না প্রতিরোধ।

বাস্তবতা যতোই কঠিন
মেনে নেয়া ভালো
এরই মাঝে খুঁজে নাও
অস্হায়ী জীবনের আলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024