বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জ্বেলে যাবো জ্ঞানের মশাল

কবিঃ শাহী সবুর

আমি যে কি হতে চাইছি
ঠিক করিনি আজও যেটা,
কবি হবার স্বপ্ন দেখি
কিন্তু লেখা হয়নি সেটা।
শেক্সপিয়ার বা গেটে রুমি
কারো মতন চাই না হতে,
আমার মতন আমি হবো
লেখা লেখির শর্ত মতে।
রবীন্দ্রনাথ নজরুল হয়ে
পৃথিবীতে আসিনি তো,
আমি কেন লেখনিতে
হয়ে রবো তাদের মতো।
আমি হব আমার মতন
আমার সত্তায় বেঁচে রবো,
মরে গিয়ে কবিতাতে
আমি একদিন অমর হবো।
আমার কথা লিখিনিতো
লিখছি কেবল মানুষ নিয়ে,
মানুষ কুলে জন্ম লয়ে
ভালোবাসা গেলাম দিয়ে।
ভবিষ্যতে আমার লেখা
যদি কোন কাজে আসে,
জানি আমি মরে গিয়ে
থাকবো সেদিন লোকের পাশে।
শূন্য হাতে এসেছিলাম
চলে যাবো শূন্য হাতে,
এই পৃথিবীর কোন কিছু
কেউ দিবে না আমার সাথে।
ক্ষুদ্র জ্ঞানের মশাল আমি
জ্বেলে গেলাম সবার তরে,
অনন্তকাল জ্বলবে মশাল
মানব জাতির ঘরে ঘরে।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024