বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝরা পাতা

কবিঃ ডি,এ হাছান চৌধুরী

ঝরা পাতা ঝরে যায়
মরমরে বেদনায়
বিরহেতে কাঁদায়
কার কি বা আসে যায় !

নয়নে ভেজা জল
আঁখিতে করে ছল ছল
অন্তরেতে জ্বলে অনল
হারাতে হয় সকল !

বক্ষে বহে ব্যাথার বান
ভেংগে মন খান খান
করিসনে মন অভিমাদ
ইহাই বিধির বিধান !!

শেয়ার করুনঃ