সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

টি-টোয়েন্টি থেকে অবসরের দিনক্ষণ জানালেন ওয়ার্নার

চলতি বছরের শুরুতেই টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। যদিও বিশ্বের ফাইনাল ম্যাচ খেলতে নামার আগেই ওয়ানডে থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন। এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের দিনক্ষণ চূড়ান্ত করেছেন এই অজি ব্যাটার।

ঘরের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন ওয়ার্নার। ঘরের মাঠে এইটি তার শেষ টি-টোয়েন্টি সিরিজ এমনটায় জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, হ্যাঁ, আমার ওখানেই শেষ। এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে। ৩৭ বছরের ওয়ার্নার যে নতুন দিনের জন্য জায়গা ছেড়ে দিতে চান সেটা স্পষ্ট।

অ্যাডাম গিলক্রিস্ট ওয়ার্নার জানতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কি দেশের মাটিতে শেষ টি-টোয়েন্টি। জবাবে তিনি বলেন, অবশ্যই। নিউজিল্যান্ড সিরিজের পর আইপিএলে খেলব এবং তারপর ক্যারিবিয়ানে যাব বিশ্বকাপে খেলতে।

ওয়ার্নার আগেই ওয়ানডে আর টেস্টে বিদায় বলে দিয়েছিলেন। তবে সেই বিদায়েও রেখেছেন ফেরার আভাস। নিজেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রয়োজন হলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার ফিরে আসবেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024