
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম ফাস্ট বোলার শন টেইটকে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনকে নিয়োগ দেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) কাজ করেছেন ৪২ বছর বয়সী এ কোচ। তার সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, ‘সে (শন টেইট) জানে এখানে কী করতে হবে’।
মিরাজ আরও বলেন, ‘শন টেইটের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম। আমি যে বার বিপিএলে অধিনায়ক ছিলাম। চিটাগংয়ে সেবার তিনি কিন্তু কোচ ছিল। তো আমার কাছে মনে হয় ওর সাথে বোঝাপড়াটা খুব ভালো ছিল। একজন মানুষ হিসেবে ও (টেইট) অনেক ভালো। অনেক দয়ালু এবং সাহায্যকারী।’
বাংলাদেশের দলের জন্য কতটুকু কার্যকর ভূমিকা পালন করবেন শন, সে প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমার মনে হয় এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে। টেইট নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে। আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য যে ওকে বেছে নেয়া হয়েছে।’
টেইটের সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি। এর আগেও ২০২২ সালে সাবেক অজি পেসারের সঙ্গে কথা বলেছিল ক্রিকেট বোর্ড। সর্বশেষ বিপিএল শেষে তার সঙ্গে পেস বোলিং কোচের চুক্তি চূড়ান্ত করা হয়। চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা আছে টেইটের।
সাবেক অজি পেসার টেইট ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৫৯টি ম্যাচ খেলেন।