বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রুডোর নির্বাচনী প্রচারণায় পাথর নিক্ষেপ

কানাডায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় নেমেছেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত সোমবার (০৬ সেপ্টেম্বর) অন্টারিওর লন্ডনে ট্রুডোর নির্বাচনী প্রচারণায় পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা। যদিও সৌভাগ্যক্রমে তিনি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হননি।তবে, ঘটনাটির পর সাংবাদিকদের জাস্টিন ট্রুডো বলেন, পাথর নিক্ষেপের কারণে আমি কাঁধে আঘাত পেয়ে থাকতে পারি।আগামী ২০ সেপ্টেম্বর দেশটিতে নির্বাচন।বিবিসির খবরে বলা হয়, লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডোকে যখন পাথর নিক্ষেপ করা হয় তখন তিনি বাসে চড়ে নির্বাচনি প্রচারণায় যাচ্ছিলেন।এর আগে আগস্টের মাঝামাঝিতে জরুরিভাবে নির্বাচন আয়োজনের ডাক দেন ট্রুডো।নিজের বামপন্থী লিবারেল পার্টির জন্য সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশা নিয়েই তার এ পদক্ষেপ।কিন্তু কোভিড-১৯ ভ্যাকসিন ম্যান্ডেট এবং অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের কারণে তার প্রচারণা ব্যাহত হয়। এক সপ্তাহ আগেই বিক্ষোভকারীদের কারণে একটি নির্বাচনী র‌্যালি বাতিল করতে বাধ্য হন কানাডার প্রধানমন্ত্রী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০