বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ডোনাল্ড ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন বার্তা

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।

এক বার্তায় তারেক রহমান বলেন, এই বিজয় (ট্রাম্পের) যুক্তররাষ্ট্রের বলিষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়ারই প্রমাণ। বাংলাদেশের জনগণও নিজ দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এগিয়ে যেতে আগ্রহী এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ।

আমাদের দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও সহযোগিতার ভবিষ্যৎ দেখতে চান বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এর আগে, ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসের পাঠানো বার্তাটি পোস্ট করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০