
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেদ্র মোদি ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এই বৈঠক নিয়ে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা ড. ইউনূস-মোদির বৈঠকের নিউজের শিরোনাম করেছে ‘মিষ্টি ভাষায় কড়া বার্তা ইউনুসকে, বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কী বললেন মোদী?’
গণমাধ্যমটি প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘ভারত বিরোধিতার পথ ছেড়ে মোদীর সাক্ষাৎ চেয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ব্যাঙ্ককে সেই বৈঠক হয়েছে। এই আবহে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, মোদী-ইউনুস বৈঠক ফলপ্রসূ হয়েছে। শফিকুল বলেন, ‘বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংক্রান্ত ইস্যুতে কথা হয়েছে।’ তিনি দাবি করেন, বৈঠকে নাকি শেখ হাসিনার ইস্যুও উত্থাপন করেন ইউনুস। এদিকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইউনুসের সঙ্গে বৈঠক নিয়ে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয় নিয়ে তদন্তের আর্জি জানান। এদিকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টির ওপর বাংলাদেশি সরকারকে জোর দিতে আবেদন জানান প্রধানমন্ত্রী।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকেই মোদীর সঙ্গে ইউনুসের একান্ত বৈঠকের আবেদন জানানো হয়েছিল। সেই বিষয়টি নিয়ে অবশ্য প্রাথমিক ভাবে ভারত সরকারের তরফ থেকে নিশ্চিত ভাবে কোনও জবাব দেওয়া হয়নি ঢাকাকে। বৈঠক নিয়ে একপ্রকার ঝুলিয়েই রাখা হয়েছিল বাংলাদেশকে।’
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে, ‘বাংলাদেশে হিন্দু নির্যাতন থেকে চৈনিক চাল, সম্পর্কে শৈত্যের মাঝেই বৈঠকে মোদি-ইউনুস’।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার। দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস। বিমস্টেক সম্মেলনের ফাঁকেই মুখোমুখি হলেন দুই রাষ্ট্রপ্রধান। উল্লেখ্য, চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ইউনুস। চিন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এহেন উত্তপ্ত পরিস্থিতিতেই ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন মোদি’।
হিন্দুস্তান টাইমস ইংরেজি ভার্সন ড. ইউনূস-মোদির বৈঠকের নিউজের শিরোনাম করেছে, ‘ইউনুসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ড. ইউনূস-মোদির বৈঠকের নিউজের শিরোনাম করেছে, ‘যে কোনো উসকানিমূলক বক্তব্য…”: উত্তর-পূর্ব মন্তব্যের পর বাংলাদেশের নেতার উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা’।
নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বলেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সমস্ত নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন’।