শনিবার, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সংবিধান অন্যতম প্রণেতা এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

 

শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালের একাধিক চিকিৎসক স্টার নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ফুসফুস ও শারীরিক কিছু জটিলতা নিয়ে তিনি ভর্তি হয়েছেন।

 

উল্লেখ্য, ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।

 

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।

শেয়ার করুনঃ