তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বাজেটে ১০০ কোটি টাকা

তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

সোমবার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়। তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের পরিমাণ বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে বাজেটে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্যও আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত বাজেট বক্তৃতায়।

কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশের তরুণ জনগোষ্ঠীকে অভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চাহিদা নিরূপণ, চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম অনুযায়ী শিক্ষা-প্রশিক্ষণ দিয়ে চাকরি নিশ্চিত করার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়া-এর মধ্যে যোগসূত্র স্থাপনের কার্যক্রম চলমান আছে।

বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে বিদেশগামী কর্মীদের বহির্গমন প্রক্রিয়াকরণের সকল কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৬টি জেলায় বহির্গমন ছাড়পত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল জেলা পর্যায়ে এ সুবিধা বিস্তৃত করা হবে।

Tag :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বাজেটে ১০০ কোটি টাকা

আপডেট ০৮:৪১:১৪ অপরাহ্ণ, সোমবার, ২ জুন ২০২৫

তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

সোমবার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়। তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের পরিমাণ বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে বাজেটে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্যও আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত বাজেট বক্তৃতায়।

কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশের তরুণ জনগোষ্ঠীকে অভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চাহিদা নিরূপণ, চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম অনুযায়ী শিক্ষা-প্রশিক্ষণ দিয়ে চাকরি নিশ্চিত করার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়া-এর মধ্যে যোগসূত্র স্থাপনের কার্যক্রম চলমান আছে।

বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে বিদেশগামী কর্মীদের বহির্গমন প্রক্রিয়াকরণের সকল কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৬টি জেলায় বহির্গমন ছাড়পত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল জেলা পর্যায়ে এ সুবিধা বিস্তৃত করা হবে।