
ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের একটি ভিডিও টুইটে তৃষ্ণা মেটাতে কল চেপে পানি পান করছিলো একটি হাতি।আর এই ভিডিওটি শেয়ারের পর ছড়িয়ে পড়েছে অনলাইনে।ভিডিওতে দেখা গেছে,জঙ্গলের কাছাকাছি কোনো নদী বা পুকুর খুঁজে পায়নি হাতিটি।পানির প্রাকৃতিক উৎস না পেয়ে তাকে চলে আসতে হয় লোকালয়ে।তৃষ্ণা মেটাতে শুঁড় দিয়ে কল চাপছিলো সে।কিছু পানি বেরোনোর পর শুঁড় দিয়ে টেনে নেয় হাতিটি।কিন্তু ঠিক ততোটাই, যতোটা তার প্রয়োজন।ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার বার দেখা হয়েছে।টুইটারে ভিডিওটির মাধ্যমে একটি বার্তাও দেয় জলশক্তি মন্ত্রণালয়।তারা লিখেছেন “পানি সংরক্ষণ করুন। সুপেয় পানির উৎস খোঁজার ঝামেলা নেওয়ার জন্য প্রস্তুত থাকুন।হাতিটি প্রয়োজনের চেয়ে বেশি কলটি পাম্প করেনি।একটি হাতি যদি পানির প্রতিটি ফোঁটার গুরুত্ব বুঝতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন এই অমূল্য সম্পদ নষ্ট করবো?”পানির যথেচ্ছ ব্যবহার ও পানি অপচয় করা নিয়ে উদ্বিগ্ন এক টুইটার ব্যবহারী তো এক ধাপ এগিয়ে লিখেছেন, “আমাদের মানুষের চেয়ে অন্যান্য প্রাণী আরও বেশি বুদ্ধিমান।”
উল্লেখ্য, ভূপৃষ্ঠের ৭০ শতাংশ পানি। কিন্তু সুপেয় পানির সরবরাহ খুবই কম। মাত্র তিন শতাংশ।পৃথিবীতে যে পরিমাণ পানি রয়েছে তার মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ সুপেয়।এর দুই-তৃতীয়াংশ আবার থেকে গেছে জমাট বরফ অবস্থায়, যা মানুষের ধরাছোঁয়ার বাইরে।জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ বিশ্বে সুপেয় পানির সরবরাহ চাহিদার চেয়ে ৪০ শতাংশ কম হবে।