সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তোমায় পাবো বলে

তোমায় পাবো বলে
আফতাব মল্লিক

আজকে যদি বৃষ্টি ডাকি
তোমার সাথে জড়িয়ে থাকি
আসবে আমার সাথে ?
স্বপ্নে ভিজে নতুন করে
হারিয়ে যাবো হাতটি ধরে
শ্যামলা পথের বাঁকে।
সবুজ ঘেরায় মন রাঙিয়ে
আবার তোমার মান ভাঙিয়ে
এত্তো আদর করে।
আলতো মিঠে ঠোঁটের ছোঁয়ায়
ভীষন ভালো বাসবো তোমায়
সত্যি হৃদয় ভরে।
যেমন তারা আকাশ পানে
এ ওর মাঝে মনের টানে
সারা জনম আছে।
ফুলের মত পাপড়ি মেলে
মধু ভরা সোহাগ ঢেলে
আনবো ডেকে কাছে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১