
কবিঃশাহীন আহমদ
দু-জাহানের বাদশা তুমি হে রহিম রহমান,
তোমার সৃষ্টির নেই তুলনা,আল্লাহ তুমি যে মহান।।
চাঁদ সূর্য গ্রহ তাঁরা ওই যে নীল আসমান,
আলো বাতাস মেঘ বৃষ্টি সবি তোমার দান,
সাগরের বুকে সৃষ্টি করেছো ঢেউ পাখির কন্ঠে গান।
তোমার সৃষ্টির নেই তুলনা আল্লাহ তুমি যে মহান।।
উঁচু উঁচু পাহাড় পর্বত কতো জাতের ফল,
বিশাল বিশাল সাগর নদী সৃষ্টি করছো তল,
তোমার সৃষ্টির সৌন্দর্য দেখে ভরে যায় মন প্রাণ।
তোমার সৃষ্টির নেই তুলনা আল্লাহ তুমি যে মহান।।
হাজার হাজার পশু-পাখি নানান রঙ্গের ফুল,
কতো নিখুঁত তোমার সৃষ্টি নেই যে কোন ভুল,
মানুষ বৃক্ষ সবুজ মাঠ সবকিছু-ই তোমার দান।
তোমার সৃষ্টির নেই তুলনা,আল্লাহ তুমি যে মহান।।