শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ত্রাণ রাখার জায়গা নেই টিএসসিতে, নতুন স্থান ঢাবি জিমনেসিয়াম

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ত্রাণ রাখার মতো আর জায়গা নেই। ত্রাণসামগ্রী পৌঁছানোর নতুন জায়গা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন জিমনেশিয়াম নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন সমন্বয়ক এম এ সাঈদ।

 

সাঈদ বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা অভিভূত। আজ তৃতীয় দিনে এত পরিমাণ ত্রাণসামগ্রী এসেছে যে নতুন ত্রাণ রাখার জায়গা টিএসসিতে নেই। টিএসসির আনাচে-কানাচে প্রতিটি কক্ষ ও বারান্দা ত্রাণসামগ্রীতে পরিপূর্ণ হয়ে আছে। তাই এখানে আমরা আর ত্রাণ গ্রহণ করছি না। এখন শুধু টিএসসি বুথে নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে। আপনারা যারা ত্রাণসামগ্রী দিতে চান তারা দোয়েল চত্বরের কাছে সেন্ট্রাল মাঠে চলে যাবেন। সেখান থেকে ভলান্টিয়াররা ত্রাণ গ্রহণ করে জিমনেসিয়ামে জমা করছে। এদিকে, আজ শনিবার গণত্রাণ কর্মসূচির তৃতীয় দিন সকাল থেকে টিএসসিতে ত্রাণ দিতে মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যক্তিগত গাড়ি, ট্রাক, সিএনজি, ভ্যান ও রিকশায় বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড়, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। বিকেলে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম খেতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের। সন্ধ্যা নাগাদ তা বেড়ে যায় কয়েকগুণ। এসময় ট্রাক ভরে ভরে ত্রাণসামগ্রী আসতে থাকে। দিনভর বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আসায় টিএসসি ক্যাফেটেরিয়া, গেমস রুম বারান্দা ও অন্যান্য জায়গা ত্রাণসামগ্রীতে পূর্ণ হয়ে যায়। টিএসসির বারান্দাতে ত্রাণসামগ্রীর বিশাল স্তূপ লক্ষ্য করা যায়। বিপুল পরিমাণ জরুরি ওষুধ টিএসসির দ্বিতীয় তলায় রাখা হয়। ফলে টিএসসিতে নতুন করে ত্রাণ রাখার জায়গা নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তা করবেন যেভাবে:

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং :

 

বিকাশ ও নগদ : 01886969859

 

রকেট : 018869698597

 

মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

 

ব্যাংক অ্যাকাউন্ট :

 

Mohammad Anisur Rahman

 

Account : 20503100200291004

 

Badda Branch, Dhaka

 

Islami Bank Bangladesh

 

Swift code: IBBLBDDH

 

Routing Number: 125260341

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১