
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়, গান কিংবা নাচের তালে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে পারেন যিনি। শুধু যে ভক্তদের হৃদয়েই ঝড় তুলেন, এমনও কিন্তু নয়! কখনো কখনো এই নায়িকার নিজের মনেও কারো প্রেমে ঝড় সৃষ্টি হয়।
-09-02-.jpg)
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নুসরাত ফারিয়া। এই নায়িকার ভাষ্য, জীবনে ২০ বারের মতো প্রেমে পড়েছেন তিনি। এমনকি শৈশব পেরিয়ে বোঝার বয়স থেকেই নাকি প্রেম করেছেন।
ফারিয়া বলেন, ‘বর্তমানে আমি সিঙ্গেল। গত দশ মাস ধরেই সিঙ্গেল। এর আগে কিন্তু সম্পর্কে ছিলাম। আমি ছোটবেলা থেকেই প্রেম করেছি। বলা যায়, বোঝার বয়স থেকেই প্রেমের সম্পর্কে ছিলাম। কখনো সিঙ্গেল ছিলাম না।’
