শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দাঁড়িয়ে ছিলাম

                কবিঃ দেওয়ান নাসের রাজা
দাঁড়িয়ে ছিলাম মাধবী লতার কাছে, অপেক্ষার 
প্রহর কাটেনা আমার তোমাকে ভেবে।
যদি আসো দ্বিপ্রহরে, ঝিরিঝিরি বাতাসে, কাননে ভ্রমর- 
দিনভর ফুলের পাশে ঘুরে।
সকলে ব্যস্ত যখন নিত্য বাজার সদাই নিয়ে,
নিরব দুপুর মুগ্ধ হৃদয় গাছের পাতা ঝরে।
তুমি সেদিন হঠাৎ করে উষ্ণ আলিঙ্গনে, লজ্জাবতী লতার শরম লাজুক দুচোখে।
কুসুম বাগে মধুর লোভে অলি হাসে,
আমি কেবল দাঁড়িয়ে থাকি, পেরিয়ে চৌকাঠ- 
নগ্ন পায়ে আসবে তুমি পাহাড় ঘেরা পথে।
বন গহিনে চালতা পাতার কুশন রবে, বৃষ্টি হবে
শিমুল তুলোর ছাউনি হবে।
বর্ষা এলে-বারিধারা দেখব বলে এমন প্রতীক্ষাতে,
পথ পানে চেয়ে- আজ আসবে বলে তোমার লাগি পাহাড় সেজেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১