বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দামেস্কে ইরানি দূতাবাসে হামলা

দামেস্ক দখল এবং তেহরানের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার রাজধানীতে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়েছেন সিরিয়ার বিদ্রোহীরা। রোববার দামেস্কের পতনের পরপরই ইরানি দূতাবাসে একদল সশস্ত্র বিদ্রোহী হামলা চালায় বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়েছে।ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বলেছে, দামেস্কে ইরানের দূতাবাসের কাছের দোকানের আশপাশে হামলা চালিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। তবে সিরিয়ার বেশিরভাগ এলাকার দখল নেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নয়, বরং অন্য একটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে।

 

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেলে ইরানি দূতাবাসের ভেতরের ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে। এতে দেখা যায়, হামলাকারীরা ভবনের ভেতরে তাণ্ডব চালাচ্ছেন। এ সময় দূতাবাস ভবনের আসবাবপত্র ও কিছু জানালা ভাঙচুর এবং নথিপত্র তছনছ করা হয়েছে।তবে দামেস্কে ইরানি দূতাবাসে হামলার ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই বলেছেন, হামলার ঘটনার আগেই রোববার ভোরের দিকে দূতাবাস থেকে ইরানি কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়।ইরানের রাষ্ট্রীয় টিভি বলেছে, দামেস্কের সৈয়দা জিনাব এবং সৈয়দা রুক্কায়া মাজারে কোনও ধরনের বিশৃঙ্খলা হবে না বলে নিশ্চয়তা দিয়েছে হায়াত তাহরির আল-শাম। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, বিদ্রোহীরা দামেস্কের দখল নেওয়ার আগেই মাজারের সমস্ত ইরানি সেবককে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নাতনি সৈয়দা জিনাবের মাজার রয়েছে দামেস্কে। সারা বিশ্বের শিয়াদের বিশাল তীর্থস্থান হিসেবে মনে করা হয় এই মাজারকে। সিরিয়ার শিয়া মিলিশিয়াদের কাছেও মাজারটি বেশ জনপ্রিয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০