বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দায়ী কে?

কবিঃ শাহী সবুর
কলম চলে না আর নীরব নিথর,
পুঞ্জীভূত ব্যথা কাঁদে মনের ভিতর।
সমাজের হৃদপিণ্ডে ধরেছে পচন,
শোনে না এখন কেউ নীতির বচন।
পাপ পূণ্য ভুলে গিয়ে স্বার্থ নিয়ে মাতে,
ভাবেনাতো অন্য কারো মহা ক্ষতি তাতে।
বিবেক বর্জিত লোক পশুকে হারায়,
মনুষ্যত্বে মহাবীর বিরল ধারায়।
কেউ থাকে মহাসুখে অট্টালিকা পরে,
অনাহারে রাজপথে দুঃখী জনে মরে।
জোরদার মহাজনে সমাজ চালায়,
নিয়ম নীতিকে তারা দলে দুটি পায়।
কাঙ্গালের আহাজারি মহাশূন্যে ভাসে,
আঁখি জল মুছে দিতে কেউ নেই পাশে।
স্রষ্টার নীরবতায় অশান্ত ভুবন,
বৈষম্যতায় দায়ী কে ভাবে কবি মন?

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০