বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

‘দিজ ইজ নট ফেয়ার’, কেন লিখলেন মেহজাবীন

ত্রিশোর্ধ্ব নারীদের মানসিক অবস্থা নিয়ে তৈরি টেলিফিল্ম ‘তিথিডোর’-এ অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। টেলিফিল্মটি নিয়ে নিজের ভালোলাগার কথা ফেসবুক পোস্টে লিখলেন তিনি। এ ছাড়া টেলিফিল্মটি তিনি ত্রিশোর্ধ্ব নারীদের উৎসর্গ করেছেন।

ফেসবুক পোস্টে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভালো আছে। আর আপনার তখন মনে হবে দিজ ইজ নট ফেয়ার।’

তিনি লেখেন, ‘আমাদের সবার জীবনেই এমন একটি মুহূর্ত এসেছে যখন আমরা ভেবেছি আর বেঁচে থেকে লাভ কী? তার ওপর আপনি যদি একজন ৩০ বছরের অবিবাহিত নারী হন, তাহলে তো আর কথাই নাই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে।’

জনপ্রিয় এ অভিনেত্রী লেখেন, ‘ডিপ্রেশন ইজ রিয়েল, আমাদের আশেপাশে অনেকেই এই রোগে ভুগছেন, কিন্তু তারা হয়তো নিজেরাই জানেন না। ডিপ্রেশনের কোনো স্পেসিফিক সিম্পটম নেই, চোখের দেখায় বোঝা যায় না এবং এই কারণেই আমাদের প্রিয়জনদের আচরণে যদি পরিবর্তন দেখা যায় কিংবা অস্বাভাবিক লাগে তাহলে তার সাথে মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।’

মেহজাবীন লেখেন, ‘এই কাজটির (টেলিফিল্মটির) সাথে আমাদের টিমের ব্যক্তিগত ইমোশন জড়িয়ে আছে নানানভাবে এবং তার জন্য এই কাজটি আমাদের জন্য অনেক স্পেশাল। লেট টুয়েনটিজ এবং ৩০-এর ঊর্দ্ধে যেই নারীরা আছেন, কাজটি আপনাদেরকে ডেডিকেট করলাম।’

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে ‘তিথিডোর’।  টেলিফিল্মটির গল্প লিখেছেন জাহান সুলতানা, পরিচালনা করেছেন ভিকি জাহেদ। টেলিফিল্মটিতে আত্মহত্যার প্রবণতায় ভোগা ‘নিশাত’ নামের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০