শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনে গরম রাতে শীত, বাড়ছে রোগ-বালাই

দেশের ১০ জেলার ওপর বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে দেশের কোথাও কোথাও দিনে প্রচণ্ড গরম, আবার রাতে শীত অনুভূত হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন বৈরী আচরণে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, দেশের ১০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও পঞ্চগড়, রংপুর, নীলফামারী ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দিনে প্রচণ্ড গরম এবং রাতে শীত অনুভূত হচ্ছে। এ ছাড়া সিলেট বিভাগের হবিগঞ্জসহ আশপাশের এলাকায় এমন আবহাওয়া বিরাজ করছে। এতে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষকে। বিরূপ আবহাওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।

আবহাওয়াবিদরা বলছেন, ঋতু পরিবর্তনে দিনের বেলায় রোদের তীব্রতা বেড়েছে। তবে বাতাসের আর্দ্রতা কম হওয়ায় ওই গরম স্থায়ী না হওয়ায় রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে। যদিও মে মাসের দিক থেকে ভ্যাপসা গরম বিরাজ করবে। সেই সঙ্গে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে বাতাসের আর্দ্রতা বাড়বে, স্থায়ী হবে ভ্যাপসা গরম।

এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গ্রীষ্মকালে সাধারণত দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়। কিন্তু এখনো উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। ফলে শীতকালের বায়ু প্রবাহের দিক পরিবর্তন ও বৃষ্টি না হওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। ফলে রাতে শীত অনুভূত হচ্ছে। এ অবস্থা বেশি দিন থাকবে না। এক সপ্তাহের মধ্যেই পরিবর্তন হয়ে যেতে পারে। বিশেষ করে বৃষ্টি হলেই এ অবস্থার দ্রুত পরিবর্তন ঘটবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, কয়েকদিন ধরে দিনাজপুরে দিনে প্রচণ্ড গরম বিরাজ করছে। আর রাত থেকে শীত অনুভূত হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুরের বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরে জেলায় দিনের বেলায় অতিরিক্ত তাপমাত্রা বিরাজ করছে। রোদে গা পুড়ে যাচ্ছে এমন অবস্থা। সেই সঙ্গে তীব্র গরম অনুভূত হচ্ছে। তবে মধ্যরাতের পর আবারও ঠান্ডা পড়তে শুরু করে। সকাল পর্যন্ত গায়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে হয়। এই তাপমাত্রা মানুষের শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলছে। শিশু ও বয়স্ক লোকজন অসুস্থ হয়ে পড়ছেন।

দিনাজপুর শহরের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘বাজে একটি আবহাওয়া বিরাজ করছে। দিনে গরমে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। আবার রাতে প্রচুর শীত অনুভূত হচ্ছে। এতে ঠান্ডা-গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।

এ ব্যাপারে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, মে-জুন মাসে গিয়ে বাতাসের আর্দ্রতা বাড়বে, ফলে ভ্যাপসা গরম পড়বে। মূলত এখন বৃষ্টি নেই বলেই বাতাসে আর্দ্রতা কম। আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে— এ অবস্থায় রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙামাটি, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরদিন শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া ৬ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

৭ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০