কবিঃ কল্পনা দাস
বাংলার কবি নজরুল
মাথায় ঝাঁকড়া তার চুল
নতুন কিছু দেখে
ছড়া বানায় মুখে।বন বাদাড়ে ঘুরে
গান যে বাঁধে সুরে
দুরন্ত এক ছেলে
এমন কমই মেলে।ভাবে প্রতি ক্ষণে
ইচ্ছে জাগে মনে
হবে ভোরের পাখি
করবে ডাকা ডাকি।অনাথ শিশু কালে
বন্দী অভাব জালে
অনাহারে কাটে
কষ্টে বুকটা ফাটে।দুখের মাঝেও হাসে
তাল পুকুরে ভাসে
সঙ্গী খোকা – খুকু
তিনি মোদের দুখু।
                     সর্বশেষ 
                    
                    দুখু
-    
																	
																মিশিগান প্রতিদিন ডেস্ক								   - আপডেট ০৮:৩১:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ জুন ২০২২
 - ৪৩ পাঠক
 
                                 Tag :  
                                                            
							
                            
										















