রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুখু

কবিঃ কল্পনা দাস

বাংলার কবি নজরুল
মাথায় ঝাঁকড়া তার চুল
নতুন কিছু দেখে
ছড়া বানায় মুখে।

বন বাদাড়ে ঘুরে
গান যে বাঁধে সুরে
দুরন্ত এক ছেলে
এমন কমই মেলে।

ভাবে প্রতি ক্ষণে
ইচ্ছে জাগে মনে
হবে ভোরের পাখি
করবে ডাকা ডাকি।

অনাথ শিশু কালে
বন্দী অভাব জালে
অনাহারে কাটে
কষ্টে বুকটা ফাটে।

দুখের মাঝেও হাসে
তাল পুকুরে ভাসে
সঙ্গী খোকা – খুকু
তিনি মোদের দুখু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024