বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্দম কর মর্ম

কবিঃ আলীম আল রাজী – আজাদ

মানুষ মারা অস্ত্র বানাও
সভ্য সাজা বস্ত্র বানাও
কঠোর করে শাস্ত্র বানাও
নিত্য সমরাস্ত্র বানাও!

কুটিল মনে ফন্দি বানাও
নিরপরাধ বন্দী বানাও!

ওসব ফেলে অন্ন বানাও
সস্তা দামে পন্য বানাও
জীবনটাকে ধন্য বানাও
বিবেক কেনো বন্য বানাও!

রং বেরঙে ফানুস বানাও
পারলে দুটো মানুষ বানাও!

মজুর হাতে কর্ম বানাও
প্রতিরোধের বর্ম বানাও
মানবতার ধর্ম বানাও
দুর্দম ঐ মর্ম বানাও!

নিজের মতো শর্ত বানাও
ভাঙলে তারে মর্ত বানাও!

গোপন ষড়যন্ত্র বানাও
বিধ্বংসী মন্ত্র বানাও
জহর ভরে অন্ত্র বানাও
উদার গনতন্ত্র বানাও।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০