বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে

ঈদুল আজহা উপলক্ষে দেশে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি এসেছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। ঈদ উপলক্ষে ১৪ দিনে ১৯ হাজার ৪৩২ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। এর ফলে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের গ্রস রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৯৫২ কোটি বা ১৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারে।

এর আগে ১২ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার। বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী যা ছিল ১৯ দশমিক ২১ বিলিয়ন ডলার। এক সপ্তাহে গ্রস রিজার্ভ বেড়েছে ২৬ কোটি ডলার এবং বিপিএম-৬ বেড়েছে ৩১ কোটি ৮২ লাখ ডলার।

তার আগে চলতি মাসের ৫ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ২৩ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ১৮ দশমিক ৬২ বিলিয়ন।

২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এরপর থেকে কমতে শুরু করে রিজার্ভ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০