
কবিঃ নীহার রঞ্জন দেবনাথ
নরম বুকে আগুন জ্বলে কাটে না তো দিন ,
নিশীথে স্বপন দেখি জাগিয়ে হয় সব লীন।
সরল মনটা ছটপট করে পথপানে চেয়ে রই,
আসবে এবার প্রাণসখী বুকে চেপে নেবে ঐ।
নির্মল হাওয়া বহে চলে খুঁজি শুধু তা’য়,
আসবে কাছে জড়িয়ে ধরবে আছি সে আশায়।
চাঁদের দেশে নিয়ে যাবো দেখবে সবাই,
ফিরে এসে বাঁধবো ঘর বুকে দেব ঠাই।
ভেঙে যায় কাচের মত আমার সরল মন,
মন মন্দিরে ঘণ্টা বাজে সকাল সন্ধ্যা প্রতিক্ষণ।
অপেক্ষার প্রহর গোনে বসে থাকি বারান্দায়,
প্রাণ সখি আসবে কখন আছি সে আশায়।
আসবে যখন গাহিব তখন পাখির সুরে গান,
গানের তালে জড়িয়ে ধরবো ভরে উঠবে প্রাণ।
ফাগুনের শিশির বিন্দু পড়বে যখন গায়,
এক পলকে একটু হাসি দেখবি কে আয়।
আলিঙ্গনে কাটবে রাত খেলবো বুক চেপে ধরে,
আশায় আশায় দিন চলে যায় ঘুমিয়ে পড়ি শেষ প্রহরে।
মন মানে না তাই হারিয়ে যাই রাতটি আধার হলে,
সরল মনে যৌবন কালে ফাগুনে আগুন জ্বলে।