ব্যাট হাতে সময়টা বেশ ভালোই কাটছে নাঈম শেখের। জাতীয় দল থেকে বেশ অনেকটা দিন বাইরে থাকা এই অলরাউন্ডার সবশেষ বিপিএল থেকেই আছেন দারুণ ছন্দে। কদিন আগেই দেশের প্রথম শ্রেণির ক্রিকেট রেকর্ড ১৭৬ রান করেছিলেন প্রাইম ব্যাংকের হয়ে।সেই ফর্মটা ধরে রাখলেন আজও। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলেছেন ৮১ রানের দারুণ এক ইনিংস। যদিও তার দল প্রাইম ব্যাংকের বাকি খেলোয়াড়রা রীতিমত খাবি খেয়েছেন রান তুলতে। অলআউট হয়েছে ১৫২ রানে।
দলের সর্বোচ্চ ৮১ রান করেন নাঈম শেখ। শাহাদাত দীপুর ব্যাট থেকে এসেছে ২০ রান। আর শামীম পাটোয়ারির ব্যাট থেকে এসেছে ১১ রান। বাকি সবার নামের পাশে টেলিফোন ডিজিট। রূপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন সাইফ হাসান। ৩ উইকেট তানজিম হাসান সাকিবের। একটি করে উইকেট শরিফুল ইসলাম। শেখ মেহেদি হাসান এবং তানভির ইসলামের।ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিন আজ। তিন ভেন্যুতে লড়ছে ছয়টি দল। এখন পর্যন্ত দিনের সব ম্যাচেই আভাস মিলেছে লো স্কোরিং ম্যাচের। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাব আবাহনীর বিপক্ষে কোনো রকমে স্পর্শ করেছে ১০০ রান। অন্য ম্যাচে মোহামেডানের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন এখন পর্যন্ত তুলেছে ৭ উইকেটে ১৬৬ রান।