বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ কাউন্সিলর শাহানার

নিউইয়র্ক ডেস্কঃ প্রবাসে বাংলাদেশীদের যে কোন সাফল্য দেশের মানু্ষের কাছে গর্বের অন্যতম একটা কারন। সেখানে তারা নানা ইতিবাচক কর্মকান্ড করে প্রসংসিত হয়ে থাকেন এবং দেখা যায় বাংলাদশী হিসেবে এই কাজগুলো মানুষের গর্বের কারন হয়ে দাঁড়ায়।

প্রবাস প্রজন্মের বহুজাতিক এ সমাজে ইতিহাস রচনায় নয়া অধ্যায়ের সংযোজন ঘটালেন শাহানা হানিফ। শাহানা হানিফ নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন।

তিনি গত সোমবার (২৮ ডিসেম্বর) পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন। এর আগে ২ নভেম্বরের নির্বাচনে কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিঙটন এবং সেন্ট্রাল ব্রুকলিন) থেকে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হয়েছেন এই সমাজকর্মী।

উল্লেখ্য, বিশ্বের রাজধানী খ্যাত এই সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করলেও আগে কেউই সিটি কাউন্সিলর নির্বাচনে জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী শাহানা হানিফ নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০