
মিশিগান প্রতিদিন ডেস্কঃ নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন মেহেদী মামুন। গত সোমবার (২৩ ডিসেম্বর) নিউইয়র্ক পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি পুলিশ কমিশনারের কাছ থেকে পদোন্নতির দায়িত্ব গ্রহণ করেন।
যশোরের পদ্মবিলার রোকসানা বেগম এবং মো রবিউল ইসলামের তিন সন্তানের মধ্যে মেহেদী মামুন পরিবারের বড় সন্তান। যশোর এম এম কলেজ থেকে স্নাতক ডিগ্রী শেষ করার পর ভাগ্য বদলাতে ২০০৫ সালে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০০৬ সাল থেকেই কর্মরত আছেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সাথে। ২০১৩ সাল পর্যন্ত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট হিসেবে নিউইয়র্ক শহরকে সেবা দেওয়ার পর তিনি পুলিশ অফিসার হিসেবে পদোন্নতি গ্রহন করেন। দায়িত্বে ছিলেন ৪৩ প্রিসেন্টে। ২০১৭ সাল থেকে তিনি সফল ভাবে নিষ্ঠার সাথে কাউন্টার টেররিজমে দায়িত্ব পালন করে আসছিলেন। ২৩ সে ডিসেম্বর তিনি সার্জেন্ট হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে সততার সাথে কাজ করার শপথ গ্রহন করলেন।