রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে নামাজের ঘরে ভাঙচুর

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের নামাজের স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার বিকেলে এই ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ক্যাম্পাস সেফটির ভাইস প্রেসিডেন্ট ফাউন্টেন ওয়াকার এক বিবৃতিতে এই ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার অবমাননা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই হামলা বিদ্বেষমূলক এবং আমাদের ক্যাম্পাস কমিউনিটির মূল্যবোধের সঙ্গে যায় না। আমরা এক তীব্র নিন্দা জানাই।

বিশ্ববিদ্যালয় সুরক্ষা দপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে। তাদেরকে সহায়তা করছে নিউ ইয়র্ক পুলিশ। তারা সাধারণ মানুষের কাছে তথ্য চেয়েছেন।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টার জানায়, বৃহস্পতিবার রাতে বোবসট লাইব্রেরিতে অবস্থিত সেই নামাজের ঘরে গিয়ে ভাংচুর ও মুসলিমবিরোধী গ্রাফিতি দেখতে পান একজন শিক্ষার্থী। ওই ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে পড়েন সেই শিক্ষার্থী।

এক বিবৃতিতে সেন্টার জানায়, ‘আমরা অত্যন্ত ব্যথিত। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সাম্প্রতিক বছরগুলোতে আমরা মুসলিম বিদ্বেষের শিকার হচ্ছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০